আন্দ্রেস এস্কোবার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্দ্রেস এস্কোবার কলম্বিয়ার জাতীয় দলের ফুটবলার ছিলেন। ১৯৯৪ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক খেলায় তিনি ভূল ক্রমে আত্মঘাতী গোল করে বসেন। কলম্বিয়া এই খেলায় হেরে যায় এবং তার ফলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে।
দশদিন পর মেদেয়িন শহরের এক বারে এস্কোবারকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকারী ১২ বার এস্কোবারকে গুলি করেন এবং প্রতি বুলেটের সাথে 'গোল!' বলে চিতকার করে ওঠেন।