ও হেনরি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ও হেনরি (সেপ্টেম্বর ১১, ১৮৬২ – জুন ৫, ১৯১০), ছিলেন প্রখ্যাত মার্কিন ছোট গল্পকার।
'ও হেনরি' হলো 'উইলিয়াম সিডনি পোর্টার'-এর ছদ্মনাম। তিনিই সম্ভবতঃ মার্কিন ছোট গল্পকারদের মধ্যে সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয়।
প্রথম জীবনে তিনি কিছুকাল একটি খামার(Ranch) বাড়িতে কাজ করেন। পরে তিনি ভবঘুরে জীবন-যাপন শুরু করেন এবং ছোট-গল্প লিখে নিজের ও তাঁর পরিবারের ভরণ-পোষণ চালান।
তিনি প্রায় ছয়শতাধিক গল্প লিখেছেন। তাঁর সর্বাধিক জনপ্রিয় সঙ্কলনগুলি হলো- 'বাঁধাকপি এবং রাজা'(Cabbages and Kings), 'নিয়তির রাস্তা' (Roads of Destiny) এবং 'ছয়-সাত'(Sixes and Sevens)।