মুঘল সাম্রাজ্য
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুঘল সাম্রাজ্য ভারত উপমহাদেশের অধিকাংশ অঞ্চল নিয়ে বিস্তৃত ছিল, যা তখন হিন্দুস্তান নামে পরিচিত ছিলো। এছাড়া, আফগানিস্তান ও বেলুচিস্তান এর বেশকিছু এলাকাও মুঘল সাম্রাজ্যের অধীনে ছিলো। মুঘল সাম্রাজ্য ১৫২৬ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৭০৭ সাল পর্যন্ত সীমানা বিস্তার করে, ১৮৫৭ সাল পর্যন্ত টিকে ছিল। চেঙ্গিস খান ও তৈমুর লং এর উত্তরসুরী জহিরুদ্দিন মুহম্মদ বাবর ১৫২৬ সালে দিল্লীর লোদী বংশীয় সর্বশেষ সুলতান ইবরাহিম লোদীকে প্রথম পানিপথের যুদ্ধে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। মুঘল সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের প্রাক্কালে ইংরেজদের হাতে পরাজিত হয়ে তৎকালীন বার্মার রেঙ্গুনে নির্বাসনে চলে যান। সেখানেই তার মৃত্যু ঘটে। তবে মূলত মুঘল সম্রাট আওরঙ্গজেব এর মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয় এবং ভারত উপমহাদেশে ইংরেজদের প্রভাব প্রতিপত্তি বেড়ে যায়।