রবার্ট ডি নিরো
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রবার্ট ডি নিরো জুনিয়র(জন্ম আগস্ট ১৭, ১৯৪৩) হলেন দুইবার একাডেমী পুরস্কার বিজয়ী একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা।
তাঁকে তাঁর প্রজন্মের উৎকৃষ্টতম চলচ্চিত্রাভিনেতাদের একজন হিসাবে গণ্য করা হয়। অনেকে তাঁকে মার্লোন ব্রান্ডো'র যোগ্য উত্তরসূরী মনে করেন। মূলতঃ গ্যাংস্টার অধ্যুষিত আন্ডারওয়ার্ল্ডের মস্তান, কিংবা দ্বিধান্বিত ও যন্ত্রনাগ্রস্ত মানুষের চরিত্রে অভিনয়ের জন্যেই তিনি সমধিক পরিচিত। এছাড়া প্রতিভাবান পরিচালক মার্টিন স্করসি এর সাথে তাঁর দীর্ঘদিনের বিভিন্ন কাজের জন্যেও তিনি খ্যাতি অর্জন করেছেন।