হিমালয় পর্বতমালা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিমালয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা। হিমালয় শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে, যার অর্থ 'বরফের ঘর'। হিমালয় পর্বতমালা তিব্বতীয় প্লেট থেকে ভারতীয় উপমহাদেশকে পৃথক করেছে। হিমালয় পর্বতমালা হতে তিনটি প্রধান নদীর প্রবাহ সৃষ্টি হয়েছে। এই পর্বতপশ্চিমে নাগা পর্বত পূর্বে ব্রহ্মপুত্র নদের বড় বাঁক পর্যন্ত বিস্তৃত। এটি দৈর্ঘ্যে ২৪১০ কিমি এবং প্রস্থে গড়ে প্রায় ৩২০কিমি।
[সম্পাদনা] উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গ
শৃঙ্গের নাম | অন্য নাম এবং অর্থ | উচ্চতা (মি) | উচ্চতা (ফু) | প্রথম আরোহন | টীকা |
---|---|---|---|---|---|
এভারেস্ট | সাগরমাতা -"সাগরের মাতা", চোমোলংমা অথবা কোমোলংমা -"মহাবিশ্বের মাতা" |
৮,৮৪৮ | ২৯,০২৮ | ১৯৫৩ | চীন ও নেপাল সীমান্তে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। |
কে-টু (K2) | চোগো গাংড়ি | ৮,৬১১ | ২৮,২৫১ | ১৯৫৪ | পাকিস্তান ও চীনের জিনজিয়ান সীমান্তে অবস্থিত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। আরোহনের জন্য বিপদজনক পর্বতের অন্যতম। |
কাঞ্চনজঙ্ঘা | Kangchen Dzö-nga, "তুষারের পাঁচ রত্ন" | ৮,৫৮৬ | ২৮,১৬৯ | ১৯৫৫ | বিশ্বের ৩য় সর্বোচ্চ শৃঙ্গ, ভারতের সর্বোচ্চ (সিকিম) এবং নেপালের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। |
মাকালু | - | ৮,৪৬২ | ২৭,৭৬৫ | ১৯৫৫ | নেপালে অবস্থিত বিশ্বের ৫ম সর্বোচ্চ শৃঙ্গ। |
ধবলগিরি | শ্বেত পর্বত | ৮,১৬৭ | ২৬,৭৬৪ | ১৯৬০ | নেপালে অবস্থিত বিশ্বের ৭ম সর্বোচ্চ শৃঙ্গ। |
নাংগা পর্বত | নাংগাপর্বত শৃঙ্গ অথবা দিয়ামির, "নগ্ন পর্বত" | ৮,১২৫ | ২৬,৬৫৮ | ১৯৫৩ | পাকিস্তানে অবস্থিত বিশ্বের ৯ম সর্বোচ্চ শৃঙ্গ। আরোহনের জন্য বিপদজনক পর্বতের অন্যতম। |
অন্নপূর্ণা | "শস্য দেবী" | ৮,০৯১ | ২৬,৫৪৫ | ১৬৫০ | নেপালে অবস্থিত বিশ্বের ১০ম সর্বোচ্চ শৃঙ্গ। |
নন্দ দেবী | "আশীর্বাদ-দাত্রী দেবী" | ৭,৮১৭ | ২৫,৬৪৫ | ১৯৩৬ | ভারতের উত্তরখন্ডে অবস্থিত। |