অনুকূলচন্দ্র ঠাকুর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অনুকূলচন্দ্র ঠাকুর (১৪ই সেপ্টেম্বর, ১৮৮৮- ২৬শে জানুয়ারি, ১৯৬৯) বাঙালি ধর্ম সংস্কারক। অনুকূলচন্দ্র হিন্দুধর্মের সৎসঙ্গ নামক ধর্মসম্প্রদায়ের প্রবর্তক। তিনি পাবনা জেলার হেমায়েতপুরে জন্মগ্রহণ করেন। বিহারের দেওঘরে মৃত্যুবরণ করেন। মূলতঃ স্বাবলম্বন ও পরনির্ভরশীলতা ত্যাগের দীক্ষাই অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আশ্রমের আদর্শ। তার ভক্তদের সহযোগিতায় তপোবন বিদ্যালয়, দাতব্য চিকিৎসা কেন্দ্র, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, মূদ্রণ প্রতিষ্ঠান ইত্যাদি স্থাপন করেন।
[সম্পাদনা] উল্লেখযোগ্য গ্রন্থ
অনুকূলচন্দ্র ঠাকুর প্রায় ৪৬টি পুস্তক রচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য:-
- পুণ্যপুথি
- অনুশ্রুতি (৬ খন্ড)
- চলার সাথী
- শাশ্বতী (৩ খন্ড)
- বিবাহ বিধায়না
- সমাজ সন্দীপন
- যতি অভিধর্ম
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।