অ্যাম্পিয়ার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাম্পিয়ার (Ampere) হল তড়িৎ প্রবাহমাত্রার আন্তর্জাতিক এবং ব্যবহারিক একক। বিখ্যাত ফরাসি বিজ্ঞানী আঁদ্রে মারি অম্পেয়্যার-এর নামানুসারে এই এককটির নাম রাখা হয়েছে। অম্পেয়্যার তড়িৎ চুম্বকত্বের অন্যতম জনক হিসেবে স্বীকৃত।
সূচিপত্র |
[সম্পাদনা] সংজ্ঞা
এক অ্যাম্পিয়ারের সংজ্ঞা দিতে যেয়ে সাধারণভাবে বলা যায় :-
পরিবাহীর কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে লম্বভাবে এক সেকেন্ডে এক কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হলে, উক্ত পরিবাহীতে যে প্রবাহমাত্রার সৃষ্টি হয়, তাকে এক অ্যাম্পিয়ার বলা হয়।
কিন্তৃ অ্যাম্পিয়ারের একটি বিশেষায়িত সংজ্ঞা রয়েছে যা আধুনিক সংজ্ঞা হাসেবে পরিগণিত হয়। এটি অনেকটা এরকম :-
শূণ্য মাধ্যমে পরস্পরের থেকে এক মিটার দূরত্বে অবস্থিত দুইটি অসীম দৈর্ঘ্যের সমান্তরাল তারের প্রত্যেকটির মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ একই দিক বরাবর প্রবাহিত হলে উভয় তারের প্রতি মিটার দৈর্ঘ্যের উপর আকর্ষণ বলের মান -7 নিউটনের সমান হবে তাকে এক অ্যাম্পিয়ার বলা হয়।
শেষোক্ত সংজ্ঞাটি বিদ্যুৎবাহী দুটি তারের পারস্পরিক ক্রিয়ার উপর ভিত্তি করে দেয়া হয়েছে এবং এটিই বর্তমানে বেশী ব্যবহৃত হয়।
[সম্পাদনা] ব্যখ্যা
[সম্পাদনা] প্রস্তাবিত ভবিষ্যৎ সংজ্ঞাসমূহ
[সম্পাদনা] আরও দেখুন
- আন্তর্জাতিক একক
- ওহমের সূত্র
- বৈদ্যুতিক শক
- অ্যাম্পিয়ারের সূত্র
- আঁদ্রে মারি অম্পেয়্যার