আতাউল করিম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড. আতাউল করিম একজন বাংলাদেশী পদার্থবিজ্ঞানী। বিশ্বের সেরা বিজ্ঞনীদের অন্যতম হিসেবে পরিগণিত হন। বর্তমানে যুক্তরাষ্ট্র এর রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ার নরফোকে অবিস্থিত ওল্ড ডিমিনয়ন ইউনিভার্সিটির ভাইস প্রেমিডেন্ট (গবেষণা)।
[সম্পাদনা] শিক্ষাজীবন
ঢাকা বিশ্বিবদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে ৩০ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছেন ড. করিম। এরপর পদার্থ বিজ্ঞানে এমএস, ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং এ এমএস এবং পিএইচডি করেন আলাবামা ইউনিভার্সিটি থেকে, যথাক্রমে ১৯৭৮, ১৯৭৯ এবং ১৯৮১ সালে ।