কিয়েভ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিয়েভ (ইউক্রেনীয়: Київ,'Kyyiv' সহায়িকা·তথ্য; রুশ: Ки́ев, Kiyev সহায়িকা·তথ্য) ইউক্রেনের রাজধানী ও প্রধান শহর। এটি দেশটির উত্তর-কেন্দ্রীয় অঞ্চলে নীপার নদীর পারে অবস্থিত। ২০০৫ খ্রীস্টাব্দের হিসাবে কিয়েভের জনসংখ্যা ২৬,৬০,৪০১ জন, তবে ধারণা করা হয় এর জনসংখ্যা ৩০ লাখেরও বেশি হবে। প্রশাসনিক ভাবে কিয়েভ হল স্বায়ত্বশাসিত একটি পৌরসভা। কিয়েভ পূর্ব ইউরোপের একটি গুরুত্বপূর্ণ শিল্প, বিজ্ঞান, শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।