আলাপ:দূরবীক্ষণ যন্ত্র
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিবন্ধের নাম হওয়া উচিত দূরবীন। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৮:২৩, ১৩ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
দূরবীণ না দূরবীন ? --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৮:৩০, ১৩ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
আমি ন নিয়া মারামারি করতে চাইনা, ন দুইটার দরকারটা কি তাই এখনো পরিষ্কার না। আমার প্রস্তাব হল, দূরবীন কে ও আমরা লেখব তা সংক্ষিপ্ত ১/২ লাইন এবং টেলিস্কোপে যাওয়ার নির্দেশ দিবে অথবা রিডাইরেক্ট করবে। অন্য সমার্থক শব্দ গুলোর ক্ষেত্রে ও একই সমাধান। কি বলেন। --Mamun2a ০৫:৩৬, ১৪ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
- আসলে প্রচলিত বাংলা শব্দ থাকলে নিবন্ধের শিরোনাম সেটাই হওয়া উচিৎ। বাইনোকুলারের বাংলা সম্ভবত প্রচলিত না, কাজেই সেই ক্ষেত্রে বাইনোকুলার ব্যবহার করা যেতে পারে। কিন্তু টেলিস্কোপের বাংলা দুরবীন বহুল ব্যবহার করা একটা শব্দ। টেলিস্কোপকে সেখানে রিডাইরেক্ট করা যেতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ০৬:০৫, ১৪ সেপ্টেম্বর ২০০৬ (UTC)