ভিনসেন্ট ভ্যান গখ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভিনসেন্ট উইলিয়াম ভ্যান গগ (মার্চ ৩০, ১৮৫৩-জুলাই ২৯, ১৮৯০) একজন ওলন্দাজ চিত্রকর ছিলেন। বর্তমানে তাঁর শিল্পকর্ম নিলাম করা হলে অতি উচ্চমূল্য পাওয়া যায়। তাঁর আঁকা বেশ কিছু ছবি পৃথিবীর সবচেয়ে দামী শিল্পকর্মগুলোর মধ্যে গন্য করা হয়।