আলাপ:রেজিস্টর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বুয়েটের মশাইরা কি করে আমি কি ই জানি আর কি লেখি, তারা বইসা বইসা পাহারা দেয় .. — Mamun2a (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- আরে মামুন ভাই, বুয়েটের এখানে এখন আমি একাই (বাকিরা শীতনিদ্রায় গেছে)। আর আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার - ইলেক্ট্রিকাল না (আর সেই কৌতুকের মতো "সিলেবাসে ছিলোনা")।
- তবে রেজিস্টর সম্পর্কে লিখতে হলে ইঞ্জিনিয়ার হওয়ার কোনোই দরকার নাই। স্কুল কলেজের বইতেই এইগুলা বিস্তারিত আছে। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৪১, ৫ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)
[সম্পাদনা] সরিয়ে ফেলুন
এই নিবন্ধটির শিরোনাম কেন "রোধক" হবে না, কারণ নির্দেশ করুন। রোধক নামটি কিন্তু ভালই প্রচলিত। যে শব্দগুলোর নির্দিষ্ট বাংলা রয়েছে সেগুলোই যদি আমরা ব্যবহার না করি তবে কোনগুরো ব্যবহার করবো। -- মুহাম্মদ ১২:৩০, ৫ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)