রেজিস্টর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেজিস্টর যার বাংলা হল রোধক। এর কাজ হল তড়িৎ প্রবাহকে রোধ বা বাধা দেয়া। এর পরিমাপের একক হল ওহম। এগুলোর গায়ে রং এর যে রিং থাকে তা হতে এর মান বুঝা যায়। কালার কোড টির একটি সহজ সুত্র হল B B R O Y Great Britane Very Good Water (০ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯)।
সাধারনত ১ম ৩ টি রিং থেকে মান বের করা হয়, ৩য় রিংটির মান অনুযায়ি ০ বসাতে হয়। এ ছাড়া কাল রং মানে কোন মান হবে না যেমন Brown Black Brown মানে ১ - ০ অর্থাৎ এটি ১০ ওহমসের রেজিস্টর। ৪ ও ৫ নং ব্যান্ড বা রিং টলারেন্স নির্দেশ করে। ৪ নং এর রং অনুযায়ী তার মানের থেকে ৫/১০ % মান এদিক সেদিক হতে পারে।