সমন্বিত বর্তনী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একটি মনোলিথিক সমন্বিত বর্তনী বা আই সি ( ইন্টিগ্রেটেড সার্কিট), যা মাইক্রোচিপ, সিলিকন চিপ বা সিলিকন চিলতে, কম্পিউটার চিপ নামেও পরিচিত, মূলতঃ অর্ধপরিবাহী উপাদানের উপরে নির্মিত অত্যন্ত ক্ষুদ্র ইলেকট্রনিক সার্কিট ( প্রধানতঃ অর্ধপরিবাহী বস্তু এবং প্যাসিভ উপাদান দ্বারা গঠিত)। একটি হাইব্রীড আই সি সার্কিট বোর্ডের উপরে ভিন্ন ভিন্ন অর্ধপরিবাহী বস্তু ও প্যাসিভ উপাদানের সমন্বয়ে গঠিত ক্ষুদ্র ইলেক্ট্রনিক সার্কিট। এই নিবন্ধটি মনোলিথিক আই সি এর উপরে আলোকপাত করবে।
[সম্পাদনা] প্রকারভেদ
সমন্বিত বর্তনী মূলত দুই প্রকার। কি ধরণের ট্রানজিস্টর ব্যবহার করা হচ্ছে তার উপর ভিত্তি করে এই ভাগ করা হয়েছে।
- বাই পোলার সমন্বিত বর্তনী।
- ধাতব অক্সাইড অর্ধপরিবাহী সমন্বিত বর্তনী।