আলাপ:সুভাষ চন্দ্র বসু
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
==বোস না বসু== In english the spelling Bose sounds like বোস, but ASAFIK he is বসু। --mak ২১:০৬, ১৭ মে ২০০৬ (UTC)
- ইংরেজী বানানটা Bose। ঠাকুর যেভাবে Tagore হয়েছে, বসুও সেরকম ভাবে বোস হয়েছে। বাংলাতে যেহেতু বসু বানানটা বেশি চালু, তাই সেটাই ব্যবহার করতে হবে। আর তাঁর আসল নাম তো অবশ্যই বসু। --Ragib ২১:১০, ১৭ মে ২০০৬ (UTC)
[সম্পাদনা] ভূল তথ্য
ব্যবহারকারী মুনতাসির বোধহয় ভূল করে কিছু তথ্য সন্নিবেশ (ইংরেজী সংস্করণ থেকে ভূল অনুবাদ) করেছিলেন। মান্দালয়ে সুভাষ চন্দ্র বসু ৬ বছর কারাভোগ করেননি,বরং বাল গঙ্গাধর তিলক নামে আরেকজন স্বাধীকার সংগ্রামী এখানে ৬ বছর বন্দী ছিলেন। দয়া করে, আরেকবার আপনার সন্নিবেশিত সম্পাদনা পরীক্ষা করে দেখবেন কি?--mak ১৯:৩২, ৩০ জুন ২০০৬ (UTC)
It was my fault...... Thanks.... মুনতাসির