অ্যাকটিনোমাইসিটিস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাকটিনোমাইসিটিস এক প্রকার ব্যাক্টেরিয়া। ছত্রাকের সাথে এদের দারুণ মিল বিদ্যমান। তবে ব্যাক্টেরিয়া হবার কারনে এরা প্রাক-কেন্দ্রিক কোষ। এরা ছত্রাকের মত হাইফা গঠন করে, কিন্তু এদের হাইফার প্রস্থ ছত্রাকের থেকে কম। বেশির ভাগ অ্যাকটিনোমাইসিটিস মাটিতে পাওয়া যায়। এদের সবথেকে গুরুত্ব পূর্ণ বৈশিষ্ট হল অ্যাকটিনোমাইসিটিস জাতীয় ব্যাক্টেরিয়া বিভিন্ন ধরণের অ্যান্টিবায়োটিক গঠন করে। স্ট্রেপ্টোমাইসিস (Streptomyces), নোকার্ডিয়া (Nocardia)ইত্যাদি অ্যাকটিনোমাইসিটিসের উদাহরণ।