আবদুল হাকিম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবদুল হাকিম মধ্যযুগের বিখ্যাত বাঙালি কবি। তাঁর জন্ম আনুমানিক ১৬২০ খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে।
তাঁর কবিতায় অনুপম ব্যাক্তিত্বের পরিচয় মেলে। স্বদেশের ও স্বভাষার প্রতি তাঁর ছিল অটুট ও অপরিসীম প্রেম। তাঁর আটটি কাব্যের কথা জানা গেছে। নূরনামা তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলঃ ইউসুফ জোলেখা, লালমতি, সয়ফুলমুলুক, শিহাবুদ্দিননামা, নসীহতনামা, কারবালা ও শহরনামা। তিনি ১৬৯০ সালে মৃত্যুবরণ করেন।
বাঙালি হিসেবে তাঁর গর্ববোধ ছিল। সেসময় একশ্রেণীর লোকের বাংলা ভাষার প্রতি অবজ্ঞার জবাবে তিনি তাঁর নূরনামা কাব্যে লিখেছিলেনঃ
যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।