আলফ্রেড নর্থ হোয়াইটহেড
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলফ্রেড নর্থ হোয়াইটহেড (ইংরেজি: Alfred North Whitehead) (১৫ই ফেব্রুয়ারি, ১৮৬১ র্যাম্সগেট, কেন্ট, ইংল্যান্ড – ৩০শে ডিসেম্বর, ১৯৪৭ ক্যামব্রিজ, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র) ইংরেজ বংশোদ্ভূত গণিতবিদ ও পরবর্তীতে দার্শনিক। তিনি বীজগণিত, যুক্তিবিজ্ঞান, গণিতের ভিত্তি, বিজ্ঞানের দর্শন, পদার্থবিজ্ঞান, অধিবিদ্যা ও শিক্ষার ওপর লেখেন। বারট্রান্ড রাসেলের সাথে মিলে তিনি সুবিশাল প্রিন্সিপিয়া ম্যাথেম্যাটিকা রচনা করেন।