আল্পনা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আল্পনা বা "আলিপনা" হল লিপন দ্বারা কৃত কারুকার্য। সাধারণতঃ একটি (বা দুটি) রঙের সহজ বিমূর্ত(abstract) রেখাচিত্র।
বাড়ির চৌকাঠে, আঙিনায়, বিয়ের পিঁড়িতে, হিন্দু পূজা মণ্ডপে, ইত্যাদি জায়গায় সাদা আল্পনার খুব চল আছে।
বাংলার আল্পনায় চিরাচরিতভাবে ভিজে চালগুঁড়া সাদা রং হিসাবে ব্যবহার হয়। এছাড়া তেল-সিঁদুর লাল, এবং হলুদবাটা হলদে রং হিসাবে ব্যবহার হতে পারে।