উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আশাপূর্ণা দেবী একজন বিখ্যাত ভারতীয় বাঙালী সাহিত্যিক ও ঔপন্যাসিক । তিনি মূলত মেয়েদের সাংসারিক জীবনের উপর লিখেছেন । তিনি তাঁর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য ভারতের সাহিত্যে সর্বোচ্চ সম্মান জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন । তাঁর বেশ কিছু কাহিনী চলচ্চিত্রে রূপায়িত হয়েছে ।
- প্রথম প্রতিশ্রুতি
- সুবর্ণলতা
- বকুলকথা
- নিলয়-নিবাস
- দিব্যহাসিনীর দিনলিপি
- সিঁড়ি ভাঙা অঙ্ক
- চিত্রকল্প
- দৃশ্য থেকে দৃশ্যান্তরে
- লীলা চিরন্তন
- চাবি বন্ধ সিন্দুক
- অগ্নিপরীক্ষা
- আর এক আশাপূর্ণা
- এই তো সেদিন
|
- অলয় আদিত্যের ইচ্ছাপত্র রহস্য
- গজ উকিলের হত্যা রহস্য
- ভূতুরে কুকুর
- রাজকুমারের পোশাকে
- মনের মুখ
- মধ্যে সমুদ্র
- যাচাই
- ভুল ট্রেনে উঠে
- নিমিত্তমাত্র
- কখনো কাছে কখনো দূরে
- নষ্টকোষ্ঠী
- মজারু মামা
- ষড়যন্ত্রের নায়ক
|
- চশমা পাল্টে যায়
- বিশ্বাস-অবিশ্বাস
- কাঁটাপুকুর লেনের কমলা
- নেপথ্য নায়িকা
- জনম্ জনম্কে সাথী
- লঘু ত্রিপদী
- শৃঙ্খলিতা
- সানগ্লাস
- শুক্তিসাগর
- সুখের চাবি
- সুয়োরানীর সাধ
- সুরভি স্বপ্ন
|
- যার বদলে যা
- বালির নিচে ঢেউ
- বলয়গ্রাস
- যোগবিয়োগ
- নির্জন পৃথিবী
- ছাড়পত্র
- প্রথম লগ্ন
- সমুদ্র নীল আকাশ নীল
- উত্তরলিপি
- তিনছন্দ
- মুখররাত্রি
- আলোর স্বাক্ষর
- জীবন স্বাদ
|
- আর এক ঝড়
- নদী দিক হারা
- একটি সন্ধ্যা একটি সকাল
- উত্তরণ
- জহুরী
- মায়াজাল
- প্রেম ও প্রয়োজন
- নবজন্ম
- শশীবাবুর সংসার
- উন্মোচন
- বহিরঙ্গ
- বেগবতী
- আবহ সঙ্গীত
|
এই তালিকাটি অসম্পূর্ণ