ঈমান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঈমান শব্দের আভিধানিক অর্থ দৃঢ় বিশ্বাস। ইসলাম ধর্মে ঈমানের অর্থ অত্যন্ত
ব্যাপক। ঈমানের সাতটি অঙ্গ হচ্ছেঃ
- আল্লাহ এক, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই এবং হযরত মুহাম্মদ (সা:) তাঁর বান্দা ও রাসূল;
- ফেরেশতাদের প্রতি বিশ্বাস;
- সমস্ত ঐশী গ্রন্থের উপর বিশ্বাস;
- সকল নবী ও রাসূলের প্রতি বিশ্বাস;
- পরকালে বিশ্বাস;
- ভাগ্যে বিশ্বাস;
- মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস;