উমর ইবনে আবদুল আজিজ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উমর ইবনে আবদুল আজিজ উমাইয়া বংশীয় একজন শাসক। উমাইয়া বংশীয় অন্যান্য শাসকদের মত তাকেও মুসলিম জাহানের খলিফা হিসেবে গণ্য করা হয়। তবে খুলাফায়ে রাশেদুন এর চার খলিফার সাথে তুলনা করতে গিয়ে অনেকে তাকে ইসলামের পঞ্চম খলিফা বলে থাকেন। তিনি ইসলামের ইতিহাসে দ্বিতীয় উমর নামে পরিচিত ছিলেন।