উল্ম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উল্ম (Ulm) জার্মানির দক্ষিণাংশে অবস্থিত একটি ছোট শহর। খ্যাতনামা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন-এর জন্মস্থান হিসেবে এটি সুপরিচিত।
এছাড়াও এখানে রয়েছে একটি সুবিশাল প্রযুক্তি কেন্দ্র বা সায়েন্স পার্ক (Science Park) যেখানে অনেকগুলো অান্তর্জাতিক প্রতিষ্ঠান তাদের গবেষণাকর্ম চালিয়ে থাকে।