এন্টোনি বিভোর্
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এন্টোনি বিভোর্ (Antony Beevor) (জন্ম ডিসেম্বর ১৪, ১৯৪৬) একজন ইংরেজ ঐতিহাসিক। সাম্প্রতিককালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিষয়ক দুটি বই লিখে তিনি খ্যাতি লাভ করেছেন। স্টালিনগ্রাডের যুদ্ধ নিয়ে রচিত প্রথম বইটি বেশ কয়েকটি সাহিত্য পুরস্কার জয় করে। দ্বিতীয় বইটি রুশ সেনাবাহিনীর বার্লিন বিজয়ের বিবরন।
এ দুটি বই ছাড়াও তিনি অন্যান্য ইতিহাসকর্ম ও উপন্যাস লিখেছেন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।