এস্কেলেটর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সচল সিঁড়ি বা এস্কেলেটর (Escalator) ভবনের এক তলা থেকে অন্য তলায় যাত্রীদের বহন করে নিয়ে যায়। সাধারণত এর ঢাল বা নতি (slope) ৩০ o। সিঁড়ির ধাপগুলো রোলার শিকলের উপর বসিয়ে একটি বৈদূত্যিক মোটর দিয়ে নির্দিষ্ট গতিপথে টেনে নেওয়া হয়। প্রয়োজন অনুসারে একই এস্কেলেটরকে ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী করা যায়।