এ টেল অব টু সিটিজ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এ টেল অব টু সিটিজ (A Tale of Two Cities) ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের লেখা উপন্যাস। ফরাসি বিপ্লবের পটভূমিকায় রচিত এই উপন্যাসে নাম ভূমিকায় লন্ডন ও প্যারিস শহরকে চিত্রায়িত করা হয়েছে। এই উপন্যাসটি ১৮৫৯ সালে প্রকাশিত হয়।