ওমেগা পয়েন্ট তত্ত্ব
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওমেগা পয়েন্ট কোয়ান্টাম জ্যোতির্বিদ্যা সংক্রান্ত একটি অপেক্ষাকৃত নতুন তত্ত্ব।এই তত্ত্ব অনুসারে, যদি বিদ্যমান সকল মহাবিশ্বে জীবনের বিবর্তন ঘটে এবং জীবন প্রবাহ এসকল মহাবিশ্বে অব্যাহত থাকে, তাহলে এসকল মহাবিশ্ব যাদের প্রত্যেকের নিজস্ব ইতিহাস আছে ,একটি নির্দিষ্ট ঘটনা বিন্দুর দিকে ধাবিত হবে যার নাম ওমেগা পয়েন্ট। যখনি এই ওমেগা পয়েন্ট এ পৌঁছান যাবে, জীবন মহাবিশ্বগুলোর সকল বস্তু ও শক্তির নিয়ন্ত্রণ হাতে তুলে নেবে। সহজ ভাবে বলতে গেলে ওমেগা পয়েন্ট হচ্ছে এমন এক ভবিষ্যত অবস্থা যখন জীবন তা যে ধরণের ই হোক না কেন মহাবিশ্ব বা মহাবিশ্ব সমূহে চিরকাল বিকশিত এবং বিবর্তিত হতে থাকবে কিন্তু কোন লুপ বা পুনরাবৃত্তি সংঘটিত হবেনা। টিপলার নামক বিজ্ঞানী কোয়ান্টাম গতিবিদ্যার আলোকে এই তত্ত্বের অবতারণা করেন। এই তত্ত্ব আরো বলা আছে, মহাবিশ্ব বা মহাবিশ্ব সমূহ এক সময় একক অবস্থায় উপনীত হবে। ইংরেজি তে এর নাম দেয়া হয়েছে singularity.