কদমা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কদমা বাংলাদেশের গ্রাম গঞ্জের এক দারুন মজার শুকনা মিষ্টি বিশেষ। দেখতে অনেকটা মিষ্টিকুমড়া আকারের এবং ভিতর টা ফাঁকা। রং ধবধবে সাদা। ১ থেকে ৬ সেমি ব্যাস। চিনি এবং মিহি ময়দা দিয়ে তৈরী হয়। মেলা, রথ প্রভ্রৃতিতে কদমা আবিচ্ছেদ্য। রাজশাহী অঞ্চলের কদমাগুলির আকার সবচেয়ে বড়।