করবী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাল গোলাপী বা সাদা ফুলবিশিষ্ট চিরহরিৎ গুল্ম।
বৈজ্ঞানিক নাম: Nerium oleander ইংরাজী নাম: Oleander, অন্যান্য নাম Adelfa, Alheli Extranjero, Baladre, Espirradeira, Flor de Sao Jose, Laurel de jardin, Laurel rosa, Laurier rose, Flourier rose, Olean, Aiwa, Rosa Francesca, Rosa Laurel, and Rose-bay.
সাহিত্যে রক্তকরবী, শ্বেতকরবী ইত্যাদি বিখ্যাত। সুন্দর দেখতে ও অত্যন্ত রুক্ষ পরিবেশে বাড়তে পারে বলে বহু জায়গায় সাজবার জন্য এটি চাষ করা হয়। কিন্তু গাছটির সর্বঙ্গ তীব্র বিষযুক্ত। একটি মাত্র পাতা খেলেই মানুষের, বিশেষত শিশুর মৃত্যু হতে পারে। পাতা তেতো বলে মানুষের ক্ষেত্রে বিষক্রিয়া কম দেখা যায়, অবশ্য TESS (Toxic Exposure Surveillance System) অনুসারে ২০০২ সালে আমেরিকায় ৮৪৭টি বিষক্রিয়ার ঘটনা লক্ষিত হয়। ঘাসে মেশা শুকনো করবী পাতা বা শাখা খেয়ে গবাদি পশুতে (বিশেষত ঘোড়ার) বিষক্রিয়া/মৃত্যু দেখা যায়- পূর্ণবয়স্ক ঘোড়ার মারাত্মক মাত্রা ১০০g, (০.৫ mg/Kg)।
[সম্পাদনা] বিষ
- হৃৎযন্ত্রে কাজ করা গ্লাইকোসাইড (ডিজিটালিসের মত):
- ওলিয়ান্ডারিন (Oleanderin)
- নেরিইন (Neriine)
- সুষুম্নাকাণ্ডের গ্লাইসিন রিসেপ্টরে ক্রিয়া কারী (স্ট্রিকনিনের মত):
- রোজাজেনিন (Rosagenin) (কাণ্ডের ছালে থাকে)।