কলাপাড়া উপজেলা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কলাপাড়া বা খেপুপাড়া বাংলাদেশের পটুয়াখালী জেলার অন্তর্গত একটি উপজেলা। অনেকে একে খেপুপাড়া নামেও চেনেন। বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র সৈকত কুয়াকাটা এই উপজেলায় অবস্থিত। জেলা শহর থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। খেপুপাড়ায় মোট নয়টি ইউনিয়ন আছে। এগুলোর নাম হলো- চাকামইয়া, নীলগঞ্জ, খাপড়াভাঙ্গা, ধূলেশ্বর, লালুয়া, লতাচাপলী, ধানখালী, মিঠাগঞ্চ, টিয়াখালী।
খেপুপাড়ার একটি সমৃদ্ধ ইতিহাস আছে। বাংলাদেশের সমবায় আন্দোলনের শুরুর দিককার উপজেলা খেপুপাড়া। সমবায়ের মাধ্যমে খেপুপাড়ায় বৃটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছে এশিয়ার বৃহত্তম বায়ুচালিত ধান ভাঙ্গানো কল। খেপুপাড়ার সমবায়ীরা সেখানে আরো গড়ে তুলেছেন তেল কল, ম্যাচ ফ্যাক্টরি, ছাপাখানা, সিনেমা হল এবং আরো অনেক কিছু। খেপুপাড়ার সমবায় আন্দোলন এখন ঝিমিয়ে পড়েছে।
খেপুপাড়ায় দেশের চারটি রাডার স্টেশনের একটি অবস্থিত। ১৯৭৬ সালে খেপুপাড়ায় বি্দু্ত পৌছেছে। টেলিফোন সুবিধাও পৌছে গেছে একইসময়ে।
সূচিপত্র |
[সম্পাদনা] অবস্থান
[সম্পাদনা] প্রশাসনিক এলাকা
[সম্পাদনা] ইতিহাস
[সম্পাদনা] জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা] শিক্ষা
[সম্পাদনা] অর্থনীতি
[সম্পাদনা] কৃতী ব্যক্তিত্ব
[সম্পাদনা] বিবিধ
[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] বহির্সংযোগ
পটুয়াখালী জেলা | |
---|---|
উপজেলা/থানাঃ পটুয়াখালী সদর | মির্জাগঞ্জ | বাউফল | গলাচিপা | কলাপাড়া | দশমিনা |