কাক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Crow | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() American Crow
|
||||||||||||
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | ||||||||||||
|
||||||||||||
|
||||||||||||
See text. |
কাক কর্ভাস গোত্রের অন্তর্গত এক ধরণের মাঝারি আকৃতির পাখি। উষ্ণমন্ডলীয় সব মহাদেশ (দক্ষিণ আমেরিকা ব্যতীত) এবং বেশ কিছু দ্বীপ অঞ্চলে কাকের বিস্তার রয়েছে। কর্ভাস গোত্রের মধ্যে প্রায় ৪০টি ভিন্ন প্রজাতির কাক দেখা যায়।
কাকের উদ্ভব ঘটেছে মধ্য এশিয়ায়। সেখান থেকে এটি উত্তর আমেরিকা, আফ্রিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া মহাদেশে ছড়িয়ে পড়ে। কাকের সাধারণতঃ কালো বর্ণের হয়ে থাকে। কাককে পাখিজগতের সর্বাপেক্ষা বুদ্ধিমান পাখি বলে মনে করা হয়।