কারেন আর্মস্ট্রং
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কারেন আর্মস্ট্রং (ওয়াইল্ডমুর, ওরচেষ্টারশায়ারে জন্ম নভেম্বর ১৪, ১৯৪৪, ইংল্যান্ড) একজন ইংরেজ লেখক এবং তিনি ইহুদী, খ্রিস্ট ধর্ম, ইসলাম এবং বৌদ্ধ ধর্মে লেখেন। তার জন্ম হয়েছিল আয়ারল্যান্ডীয় মূলের একটি পরিবারে। তার জন্ম পরে তারা বার্মিংহামে এবং পরবর্তী কালেতে ব্রুমস্গ্রোভ চলে এসেছিলেন।