কিল বিল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিল বিল কুয়েন্টিন টারান্টিনো পরিচালিত একটি ইংরেজি চলচ্চিত্র। এর মূল ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী উমা থারম্যান। ছবিটির প্রথম অংশের ব্যাপক সাফল্যের পর এর ধারাবাহিকতায় বের হয় কিল বিল -২। কিল বিল -২ তে মূল কাহিনীর সমাপ্তি টানা হয়। ছবিটিতে উমা থারম্যান এর চরিত্র টি একাধারে একজন পেশাদার খুনী এবং স্নেহপরায়ণ মা যিনি সন্তানের মঙ্গলের জন্য যেকোনো বিপদের সম্মুখীন হতে পারেন।
কুয়েন্টিন টারান্টিনোর চলচ্চিত্র |
---|
পরিচালনা: মাই বেস্ট ফ্রেন্ড্স বার্থডে • রেজারভোয়ার ডগ্স • পাল্প ফিকশন • ফোর রুম্স • জ্যাকি ব্রাউন • কিল বিল • গ্রাইন্ড হাউস • ইনগ্লোরিয়াস বাস্টার্ড্স চিত্রনাট্য: ট্রু রোমান্স • ন্যাচারাল বর্ন কিলার্স • ফ্রম ডাস্ক টিল ডন |