ক্লাইভ লয়েড
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্লাইভ লয়েড ওয়েষ্ট ইন্ডিজ (WI) |
|||
চিত্র:Cricket no pic.png | |||
ব্যাটিং এর ধরন | বাঁহাতি ব্যাটসম্যান (বাঁহাব্যা) | ||
বোলিং এর ধরন | ডানহাতি মধ্যম (ডাম) | ||
টেষ্ট ক্রিকেট | একদিনের আন্তর্জাতিক | ||
ম্যাচ | ১১০ | ৮৭ | |
রান | ৭৫১৫ | ১৯৭৭ | |
ব্যাটিং গড় | ৪৬.৬৭ | ৩৯.৫৩ | |
১০০/৫০ | ১৯/৩৯ | ১/১১ | |
সবচেয়ে বেশি রান | ২৪২* | ১০২ | |
ওভার | ২৮৬ | ৫৯.৪ | |
উইকেট | ১০ | ৮ | |
বোলিং গড় | ৬২.২০ | ২৬.২৫ | |
৫ উইকেট প্রতি ইনিংস | ০ | ০ | |
১০ উইকেট প্রতি ম্যাচ | ০ | নেই | |
সবচেয়ে ভাল বোলিং | ২/২২ | ২/৪ | |
ক্যাচ/স্টাম্পিং | ৯০/০ | ৩৯/০ | |
ক্লাইভ লয়েড ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়। সত্তুর ও আশির দশকের ওয়েস্ট ইন্ডিজ দলের দলনেতা ছিলেন। ১৯৭৫ এবং ১৯৭৯ সালে তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ পরপর দুবার বিশ্বকাপ জয় করে। বর্তমানে আইসিসির প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক ম্যাচগুলোতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন।