আলাপ:খুলাফায়ে রাশেদীন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উমাইয়া,আব্বাসীয় এবং তুর্কী অটোমান সাম্রাজ্যের অধিকর্তাদের ও ইসলামের ইতিহাসে খলিফা হিসেবে গণ্য করতে দেখা গেছে। গণিতের পরিভাষায় খলিফা হচ্ছে সেট আর খুলাফায়ে রাশেদীন তার প্রকৃত উপসেট। বাস্তবিক অর্থে ইতিহাসেও এভাবেই দেখা হয়েছে বিষয়টি কে। তাহলে খলিফা ভুক্তি কে এখানে পুনর্নির্দেশ করা কি ঠিক হলো? --Hasan.zamil ১০:০৩, ১৭ জানুয়ারি ২০০৭ (UTC)