গম্ভীরা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গম্ভীরা বাংলাদেশের লোকসঙ্গীতের অন্যতম ধারা। বাংলাদেশের রাজশাহী ও পশ্চিমবঙ্গের মালদহ অঞ্চলে গম্ভীরার প্রচলন রয়েছে। গম্ভীরা দলবদ্ধভাবে গাওয়া হয়। এটি বর্ণনামূলক গান। রাজশাহী অঞ্চলের গম্ভীরার মূখ্য চরিত্রে নানা-নাতি খুব জনপ্রিয়।