গোল্ডবাখ দুর্বল অনুমান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোল্ডবাখ দুর্বল অনুমান এর আরো কয়েকটা নাম আছে - বিজোড় গোল্ডবাখ অনুমান, ত্রয়ী গোল্ডবাখ সমস্যা, ৩-মৌলিক সমস্যা। অনুমানটি এভাবে বলা যায়,
- 7 এর চেয়ে বড় যেকোন বিজোড় সংখ্যাকে 3টি বিজোড় মৌলিক সংখ্যার যোগফল আকারে লেখা যায়।(কোন মৌলিক সংখ্যা একাধিকবার আসতে পারে)
অনুমানটিকে দুর্বল বলার কারণ হল, দুইটি মৌলিক সংখ্যা সংক্রান্ত গোল্ডবাখ অনুমানটি যদি প্রমাণ করা যায, তাহলে এই অনুমানটি আপনা থেকেই প্রমাণ হয়ে যাবে। (কারণ হল, যদি 4 এর চেয়ে বড় যেকোন জোড় সংখ্যাকে 2টি মৌলিক সংখ্যার যোগফল আকারে লেখা যায়, তাহলে সংখ্যাটির সাথে 3(মৌলিক)) যোগ করে আমরা বলতে পারি, 7 এর চেয়ে বড় যেকোন বিজোড় সংখ্যাকে 3টি মৌলিক সংখ্যার যোগফল আকারে লেখা যায়।)