চট্টগ্রাম কলেজিয়েট স্কুল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল বাংলাদেশের একটি সরকারী বিদ্যালয়। এটি ১৮৩৬ সালে প্রতিষ্ঠিত হয়। স্কুলটি দক্ষিনাঞ্চলীয় শহর চট্টগ্রাম এর আইস ফ্যাক্টরী রোডে অবস্থিত।
[সম্পাদনা] ইতিহাস
১৮৩৬ সালে প্রতিষ্ঠার সময় বিদ্যালয়টির নাম ছিলো চট্টগ্রাম সরকারী স্কুল। এটি চট্টগ্রাম অঞ্চলের প্রথম ইংরেজী মাধ্যম বিদ্যালয়। শুরুতে এই বিদ্যালয়টি প্যারেড ময়দানের দক্ষিণভাগ ও মাদ্রাসা পাহাড়ের পূর্বাংশের একটি প্রাচীন ভবনে অবস্থিত ছিলো, যেখানে বর্তমান মহসীন কলেজ অবস্থিত। পরে এটি মার্কট সাহেব পাহাড়ের দক্ষিণাংশে স্থানান্তরিত হয়। পরিশেষে এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের দক্ষিণে নালাপাড়ার আইস ফ্যাক্টরী রোডের বর্তমান ঠিকানায় স্থানান্তরিত হয় ১৮৮৬ সালে। তখন এর নামকরণ করা হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। অবশ্য বিংশ শতাব্দীর প্রথম দশক পর্যন্ত সবাই এটিকে এন্ট্রান্স স্কুল বলে ডাকতো। ব্রিটিশ ধাঁচের বর্তমান স্কুল ভবনটি তৈরী হয় ১৯২৫ সালে।
[সম্পাদনা] কৃতী শিক্ষার্থী
কলেজিয়েট স্কুলে চট্টগ্রাম তথা বাংলাদেশের অনেক কৃতী ব্যক্তি পড়াশোনা করেছেন। এঁদের মধ্যে রয়েছেন:
- হুমায়ূন আহমেদ, জনপ্রিয় ঔপন্যাসিক
- মুহাম্মদ জাফর ইকবাল, জনপ্রিয় বৈজ্ঞানিক কল্পকাহিনীকার ও শিক্ষাবিদ
- মুহাম্মদ ইউনুস, অর্থনীতিবিদ, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা
- আবুল হায়াত, নাট্যাভিনেতা
- জামাল নজরুল ইসলাম, পদার্থবিজ্ঞানী