চণ্ডীদাস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চণ্ডীদাস মধ্যযুগের বাঙালি কবি। চন্ডীদাস নামে একাধিক কবির কবিতা পাওয়া গেছে। তাঁদের মধ্যে আছেন বড়ু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস প্রমুখ।
বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের কবি। তাঁর রচিত বিখ্যাত কাব্য শ্রীকৃষ্ণকীর্তন।