চাটখিল উপজেলা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চাটখিল বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি উপজেলা। আয়তনের দিক থেকে নোয়াখালী জেলার ক্ষুদ্রতম উপজেলা/থানা হিসেবে ১৯৭৭ সালের ২রা ফেব্রুয়ারী চাটখিল থানা প্রতিষ্ঠিত হয়। চাটখিল বর্তমানে নোয়াখালী'র ১০টি পৌরসভার একটি, ১৯৯৫ সালের ১ জানুয়ারী চাটখিল পৌরসভা হিসেবে এর কার্যক্রম শুরু করে। তৎকালীণ প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া চাটখিলকে পৌরসভা হিসেবে ঘোষনা দেন।
সূচিপত্র |
[সম্পাদনা] অবস্থান
[সম্পাদনা] প্রশাসনিক এলাকা
১৭০০ বর্গ কিলোমিটার এলাকার সমন্বয়ে গঠিত চাটখিল পৌরসভা। এছাড়া চাটখিল উপজেলা ৯টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত, ইউনিয়ন গুলো হচ্ছে - বদলকোর্ট, খিলপাড়া, নোয়াখলা, পরকোট, সাহাপুর, চাটখিল, মোহাম্মদপুর, পাঁচগাঁও এবং রামনারায়ণপুর ইউনিয়ন।
[সম্পাদনা] ইতিহাস
এ থানার নামের উতপত্তি সম্পর্কে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। জনশ্রুতি আছে, অতীতে এ এলাকা একটি বিল অর্থাৎ খিল ছিল (বিল শব্দটির অর্থ বিশাল খালি জায়গা, যা অব্যবহৃত খিল পড়ে আছে)। এ বিলের চাটপোকার অবস্থানের (existance of Chaft worm) স্থানীয় অধিবাসীরা হুমকীর সম্মুখীন হয়েছিলেন। কালক্রমে এ বিল এলাকায় জনবসতি স্থাপন হয় এবং এলাকার নাম হয় চাটখিল।
[সম্পাদনা] জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা] শিক্ষা
[সম্পাদনা] অর্থনীতি
[সম্পাদনা] কৃতী ব্যক্তিত্ব
[সম্পাদনা] বিবিধ
[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] বহির্সংযোগ
নোয়াখালী জেলা | ![]() |
---|---|
উপজেলা/থানাঃ বেগমগঞ্জ | কোম্পানীগঞ্জ | চাটখিল | সুধারাম | নোয়াখালী সদর | হাতিয়া |