জসীমউদ্দীন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জসীম উদ্দীন বাংলাদেশের একজন বিখ্যাত কবি। তিনি 'পল্লীকবি' নামে পরিচিত ছিলেন। তার লেখা "কবর" কবিতাটি বাংলা সাহিত্যে এক অনন্য অবদান।
[সম্পাদনা] জীবন বৃত্তান্ত
তিনি ১৯০৩ সনের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার় তাম্বুলখানা গ্রামে জন্ম গ্রহন করেন। তার বাবার নাম ছিল আনসারুদ্দিন মোল্লা। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। জসীম উদ্দীন ফরিদপূর ওয়েলফেয়ার স্কুল, পরবর্তিতে ফরিদপুর জেলা স্কুল থেকে পড়ালেখা করেন। এখান থেকে তিনি তার প্রবেশিকা পরিক্ষায় ১৯২১ সনে উত্তীর্ন হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এ এবং এম এ শেষ করেন যথাক্রমে ১৯২৯ এবং ১৯৩১ সনে। ১৯৬৯ সনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মান সূচক ডি লিট উপাধিতে ভূষিত করেন। তিনি ১৩ মার্চ ১৯৭৬ সনে ঢাকায় মৃত্যুবরণ করেন। পরে তাকে তার নিজ গ্রাম বিমলগুহে সমাধিস্থ করা হয়।
[সম্পাদনা] পুরস্কার
- "প্রেসিডেন্টস এওয়ার্ড ফর প্রাইড অফ পারফরমেন্স" ১৯৫৮
- "একুশে পদক" ১৯৭৬
- ""স্বাধীনতা দিবস পুরস্কার" ১৯৭৮
-
- ১৯৭৪ সনে তিনি বাংলা একাডেমী পুরস্কার প্রত্যাখ্যান করেন।
-
[সম্পাদনা] রচনাবলী
- রাখালী (১৯২৭)
- নকশী কাথার মাঠ (১৯২৯)
- স্বজন বদিয়ার ঘাট (১৯৩৩)
- রানিলা নায়ের মাঝি(১৯৩৫)
- পদ্মাপার (১৯৫০)
- মাটির কান্না (১৯৫১)
- বেদের মেয়ে (১৯৫১)
- গ্রামের মায়া (১৯৫২)
- পল্লীবধূ (১৯৫৬)
- সুচায়নী (১৯৬১)
- পদ্মা নদীর দেশে (১৯৬৯)
- ভয়াবহ সেই দিনগুলিতে (১৯৬২)
- ঠাকুর বাড়ির আঙ্গিনায় (১৯৬১)
- জার্মানীর শহরে বন্দরে (১৯৭৫) (ভ্রমণ কাহিনী)
- স্মরণের স্মরণি বাহি (১৯৭৮)
- বাঙ্গালীর হাশির গল্প
- ডালিমকুমার
- বোবা কাহিনী (১৯৬৪) (উপন্যাস)
- জারি গান (১৯৬৮) (সঙ্গীত)
- মুর্শিদী গান (১৯৭৭) (সঙ্গীত)