জিনা ডেভিস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিনা ডেভিস (সম্পূর্ণ নাম ভার্জিনিয়া এলিজাবেথ ডেভিস) (জন্ম জানুয়ারি ২১, ১৯৫৬) একজন গোল্ডেন গ্লোব পুরস্কার ও একাডেমি এওয়ার্ড বিজয়ী মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং প্রাক্তন ফ্যাশন মডেল। তিনি ১৯৮৮ খ্রীস্টাব্দে দি এক্সিডেন্টাল টুরিস্ট ছবিতে অভিনয়ের জন্য সেরা সহকারী অভিনেত্রী শ্রেণীতে একাডেমি এওয়ার্ড বা অস্কার পুরস্কার লাভ করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে টুট্সি, থেলমা অ্যান্ড লুইস, দি ফ্লাই, এ লীগ অফ দেয়ার ওন, ও স্টুয়ার্ট লিট্ল। বর্তমানে তিনি কমান্ডার ইন চীফ নামক জনপ্রিয় টিভি সিরিজে মার্কিন প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয় করছেন।