আলাপ:জেনিফার হকিংস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভাইরে ছবিটা দেখে তো মাথা ঠিক রাখা কঠিন। এই সুন্দরীর আরেকটু কম-গরম চিত্র দেয়া যায় না। ; o)
ধন্যবাদ--Tanvir ১৭:৪০, ২৭ আগস্ট ২০০৬ (UTC)
ইংরেজী উইকি থেকে এটা ছাড়া ওনার দেয়ার মতো আর কোনো ছবি খুঁজে পেলাম না(অবশ্য আমি ভাল মতো খুঁজতে পারি নি)। অনুগ্রহ করে ভাল দেখে একটা ছবি বসিয়ে দিন।--রিয়াদ ১৭:৫৬, ২৭ আগস্ট ২০০৬ (UTC)
-
- আরে এটা কোনো ব্যাপার না। ইংরেজি উইকি তে এর চেয়ে গরম অনেক বিষয় এবং ছবি আছে। বিশ্বকোষ এ একটু দুনিয়ার সাথে না চলে মনে হয় আমাদের উপায় নাই। এমনকি ইংরেজি উইকি তে পর্ন তারকাদের নিয়েও সমৃদ্ধ নিবন্ধ আছে। জটিল দুনিয়া। ধন্যবাদ। --Hasan.zamil ১৮:২২, ২৭ আগস্ট ২০০৬ (UTC)