জৈব তথ্যবিজ্ঞান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জীবনের মুল তথ্য অর্থাত DNA এর গঠন, বিন্যাস, বিভিন্ন জীবের DNA গঠন এর মাঝে মিল, অমিল ইত্যাদী ব্যখ্যা করার জন্য কম্পিউটার বিদ্যা, গনিত, পরিসংখ্যান এবং আনবিক জীববিদ্যার (Molecular Biology. Nuclear Biology নয়) সমন্বয়ে বিজ্ঞানের একটি নতুন শাখা সাম্প্রতিক কালে বিকাশ লাভ করেছে যা জৈব তথ্যবিজ্ঞান বা Bioinformatics নাম এ পরিচিত।
[সম্পাদনা] আরও দেখুন
|
---|
শারীরস্থান (Anatomy) | মহাজাগতিক জীববিজ্ঞান (Astrobiology) | প্রাণরসায়ন (Biochemistry) | জৈব তথ্যবিজ্ঞান (Bioinformatics) | উদ্ভিদবিজ্ঞান (Botany) | কোষ জীববিজ্ঞান (Cell biology) | পরিবেশবিজ্ঞান (Ecology) | বিকাশগত জীববিজ্ঞান (Developmental biology) | বিবর্তনমূলক জীববিজ্ঞান (Evolutionary biology) | বংশগতি বিজ্ঞান (Genetics) | জিনোমিক্স (Genomics) | সামুদ্রিক জীববিজ্ঞান (Marine biology) | মানব জীববিজ্ঞান (Human biology) | অণুজীববিজ্ঞান (Microbiology) | আণবিক জীববিজ্ঞান (Molecular biology) | জীবনের উৎস (Origin of life) | জীবাশ্মবিজ্ঞান (Paleontology) | পরজীবীবিজ্ঞান (Parasitology) | রোগতত্ত্ব (Pathology) | শারীরবৃত্ত (Physiology) | শ্রেণীকরণবিদ্যা (Taxonomy) | প্রাণীবিজ্ঞান (Zoology) |