ডাংগুলি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশের গ্রামগুলোতে যে সকল খেলার প্রচলন রয়েছে ডাংগুলি তাদের অন্যতম। সাধারণত কিশোর বয়সী ছেলেরা এই খেলা খেলে। খেলার উপকরণ দু'টি- একটি দেড় থেকে দুই ফুট লম্বা কাঠি (ডাং), অপরটি দুই ইঞ্চি লম্বা কাঠের টুকরা (গুলি)।