আলাপ:তারামণ্ডল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
[সম্পাদনা] নক্ষত্র/ তারা?
নক্ষত্র-তারার এই "পার্থক্য" কতটা নতুন? এটি কি স্টান্ডার্ড হিসেবে গৃহীত? নাকি কোন একক লেখকের অভিমত?
আমার জানামতে, এবং বাংলা একাডেমীর "জ্যোতির্বিজ্ঞান শব্দকোষ" (১৯৯৮) অনুসারে
- Star = নক্ষত্র = তারা।
- Cluster = গুচ্ছ বা স্তবক।
- Constellation = নক্ষত্রস্তবক = নক্ষত্রমণ্ডলী = তারামণ্ডলী।
--অর্ণব (আলাপ | অবদান) ০৯:১১, ৬ নভেম্বর ২০০৬ (UTC)
আমি মূলত মোহাম্মদ আবদুল জব্বারের বই অনুসরণ করেছি। কারণ তার বইগুলোই সবচেয়ে নির্ভরযোগ্য। তবে হ্যা, আরও বিস্তর জানা উচিত। তবে মণ্ডলীর বদলে বোধহয় মণ্ডল ব্যবহার শ্রেয়। বাকি তথ্য আমি পরে জানাবো। ধন্যবাদ। মুহাম্মদ ১১:০১, ৮ নভেম্বর ২০০৬ (UTC)
- আমার মনে হয় আগে জানিয়ে নিন, তার পরে এরকম mass-পরিবর্তন করুন। আর এই বিষয় আলোচনা করার সবচেয়ে ভালো জায়গা হল জ্যোতির্বিজ্ঞান পরিভাষা-র আলোচনা পাতা। যদি প্রফেসর জব্বারের বই থেকে আরও পরিভাষা পাওয়া যায়, সেখানে যোগ করুন। আর একই টার্মের একাধিক পরিভাষা থাকলে কোনটা ব্যবহার করব, কিংবা পরিভাষায় কোন major বদল করতে হবে কি না, এবং কেন করতে হবে - এগুলোও ওখানে আগে আলোচনা সেরে নিয়ে কেবল তার পরেই কোন বড় ধরনের পরিবর্তন করা উচিত। --অর্ণব (আলাপ | অবদান) ১৩:১১, ৮ নভেম্বর ২০০৬ (UTC)
- আমিও অর্ণব ভাইয়ের সাথে একমত। কোন বিষদ পরিবর্তনের জন্য আমাদের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত কাজ করা উচিত।--বেলায়েত ১৫:৩৩, ৮ নভেম্বর ২০০৬ (UTC)
[সম্পাদনা] নক্ষত্রমণ্ডল ও রাশি
আমার যতদুর মনে পড়ে নক্ষত্রমণ্ডল ও রাশির উপর আলাদা আলাদা নিবন্ধ ছিল, যেমনটি ইংরেজি উইকিপিডিয়াতে রয়েছে। এখন দেখছি এগুলো একীভূত করা হয়েছে। কি কারনে করা হয়েছে সেটা বুঝতে পারছি না।--রাজিবুল ১৯:৩৮, ১২ ডিসেম্বর ২০০৬ (UTC)