দুর্গা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দুর্গা হিন্দু দেবী। মাতা, স্ত্রী বা নারী রুপে পূজিতা অধিকাংশ হিন্দু দেবীকে শক্তির বিভিন্ন রূপ বলে বর্ণনা করা হয়। দশভূজা (অর্থাৎ দশটি হাত) সিংহবাহিনী মহিষাসুরমর্দিনী দুর্গা তাঁদের অন্যতমা। অন্যান্য রূপ পার্বতী, চণ্ডী, কালী, তারা, অন্নপূর্ণা ইত্যাদি।
দুর্গা বিপদনাশিনী দেবী। দুঃখ দূর করেন তাই নাম দুর্গা (দুঃ + গা)। মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম অংশে বলা হয়েছে: মহিষাসুর নামে এক অসুর রাজা কঠোর তপস্যা করে ব্রহ্মার আরাধনা করেন। ব্রহ্মা খুশি হয়ে বর দেন, নারী ব্যতীত কোন পুরুষ তাকে হত্যা করতে পারবে না। ব্রহ্মার বর পেয়ে মহিষাসুর অত্যাচারী হয়ে উঠে। দেবতারা তাকে পরাস্ত করতে না পেরে তারা শিবপত্নী উমা/পার্বতীর শরণাপন্ন হন। পার্বতী সব দেবতার সহায়তায় দুর্গা রূপ ধারণ করেন। দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য দেবী মহিষাসুরকে বধ করে ধর্ম প্রতিষ্ঠা করেন।
কথিত আছে ত্রেতাযুগে রাম লঙ্কা আভিযানের আগে সাফল্য লাভের জন্য শরৎকালে তার পুজা করেন (অকাল বোধন)। শারদীয়া দুর্গাপূজা বাঙালি হিন্দুদের প্রধান উৎসব।
[সম্পাদনা] রূপ
ত্রিনয়নী, দশভূজা, সিংহের উপর অধিষ্ঠিতা। দশটি হাতে দশটি আয়ুধ (অস্ত্র): ত্রিশূল, চক্র, খড়্গ, সর্প, শঙ্খ, গদা, ধনু, তরবারি, পদ্ম, বজ্র।
বাহন: সিংহ
শারদীয়া দুর্গাপূজায় দেবীর সঙ্গী: দুই কন্যা লক্ষ্মী ওসরস্বতী, এবং দুই পুত্র কার্তিক ও গণেশ।