দৌলত কাজী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দৌলত কাজী (কাজী দৌলত নামেও পরিচিত), ছিলেন মধ্যযুগের একজন বাঙালি কবি। তিনি ১৭শ শতাব্দীর কোন এক সময় জন্ম গ্রহন করেন। তিনি আরাকান রাজসভার কবি ছিলেন, যদিও তাঁর লেখার ভাষা ছিলো বাংলা।
[সম্পাদনা] জীবন
দৌলত কাজীর পৃষ্ঠপোষক ছিলেন আরাকান রাজসভার আশরাফ খান। ১৬২২ হতে ১৬৩৮ খ্রীষ্টাব্দের মধ্যবর্তী সময়ে আশরাফ খান আরাকানের রাজা শ্রীসুধর্মের সেনাপতির পদে অধিষ্ঠিত ছিলেন। দৌলত কাজী ও আশরাফ খান, দুই জনেই সুফী মতবাদে বিশ্বাসী ছিলেন। আশরাফ খানের অনুরোধে দৌলত কাজী পশ্চিম ভারতের লোর চন্দ্রাণী ও মায়া উপকথাকে বাংলা ভাষায় অনুবাদের কাজ শুরু করেন। কিন্তু এই মহাকাব্য শেষ করার আগেই দৌলত কাজীর মৃত্যু হয়। পরবর্তীতে এটি শেষ করেন মহাকবি আলাওল।