ধর্মপালের গড়
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের অন্তর্গত গড় ধর্মপাল একটি গ্রাম ৷ এ গ্রামে একটি প্রাচীন দুর্গের ভগ্নাবশেষ আছে ৷ লোকে একে ধর্মপালের গড় বলে ৷ ডোমার রেল ষ্টেশন থেকে আনুমানিক ৫ মাইল পূর্ব-দক্ষিণ দেওনাই নদীর পূর্বতীরে এ গড়টি অবস্থিত ৷