নটরডেম কলেজ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নটরডেম কলেজ বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান।
[সম্পাদনা] ইতিহাস
১৯৪৯ সালের নভেম্বর মাসে ঢাকা শহরের লক্ষ্মীবাজারে নটরডেম কলেজ প্রতিষ্ঠিত হয়। হলি ক্রসের সিদ্ধান্ত অনুসারে রোমান ক্যাথলিক পাদ্রী সম্প্রদায় কর্তৃক প্রতিষ্ঠিত হয়। প্রথমদিকে সেন্ট গ্রেগরি কলেজ নামে পরিচিত ছিল, যা ছিল সেন্ট গ্রেগরি স্কুল এর পরিবর্ধন। ১৯৫৪ সালে এটি স্থান পরিবর্তন করে বর্তমান স্থান মতিঝিলে স্থানান্তর করা হয়। তখন এটির নামকরণ করা হয় নটরডেম কলেজ।
[সম্পাদনা] প্রশাসন
ঢাকা হলি ক্রসের আদেশ অনুসারে ক্যাথলিক ফাদার কর্তৃক এটি পরিচালিত হয়। স্থাপনের পর থেকে এ পর্যন্ত ১০ জন পাদ্রী এই কলেজের অধ্যক্ষ ছিলেন।
- জন হ্যারিংটন, ১৯৪৯-৫৪
- জেমস মার্টিন, ১৯৫৪-৬০
- থেওটিনিয়াস গাঙ্গুলি, মার্চ, ১৯৬০ - অক্টোবর, ১৯৬০
- উইলিয়াম গ্রাহাম, ১৯৬০-৬৭
- জন ভ্যান্ডেন, ১৯৬৭-৬৯
- জোসেফ পিশোতো, ১৯৬৯-৭০
- রিচার্ড উইলিয়াম টিম, ১৯৭০-৭১
- অ্যামব্রোস হুইলার, ১৯৭১-৭৬
- জোসেফ পিশোতো, ১৯৭৬-৯৮
- বেঞ্জামিন কস্তা, ১৯৯৮-